০১. কাবিখা / টি. আর / জি. আর / ভি.জি. ডি / ভি. জি. এফ ইত্যাদি বিভিন্ন খাতের চাল/গমের চাহিদা পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে প্রাপ্তি স্বাপেক্ষে অত্র কার্যালয় হতে ডেলিভারির আদেশ(ডি.ও) ইস্যু করা হয় এবং প্রকৃত ডি.ও ধারীগণ তাহা গ্রহণপূর্বক ০৬(ছয়) ঘন্টার মধ্যে খাদ্য গুদাম হতে চাল/গম বুঝে নিতে পারবেন।
০২. ও.এম. এস / হত দরিদ্র / সরকারী চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম বাস্তবায়নকল্পে সরকারী আদেশ অনুযায়ী ডিলার নিয়োগকরাসহ ট্রেজারী চালান মূলে সরকারী অর্থ জমা করে ডিলারগণের অনুকূলে ডি.ও জারী করা হয়।
০৩. তাছাড়া উর্ধ্বতনঃ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে জারীকৃত যে কোন আদেশ বাস্তবায়ন ও তদানুযায়ী সেবা প্রদান করা হয়।
০৪। খাদ্য সংগ্রহ ও অন্য কেন্দ্রে প্রাপ্তির মজুদ সংরক্ষন ও বিলি বিতরনের মাধ্যমে খাদ্য নিয়মিত করন। মূল্য উদ্ধগতি রোধ স্থীতিশিল রাখা এছাড়া ত্রাণ খাতে খাদ্য শস্য বিলি বিতরণের মাধ্যমে বিভিন্ন খাতে সংরক্ষন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS